‘জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন’ বিষয়ক কোর্সের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপপরিষদের উদ্যোগে ‘জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন’ বিষয়ক অনলাইন সার্টিফিকেট কোর্সের ১৩ তম ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারীবাদি সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। বক্তব্য রাখেন- সার্টিফিকেট কোর্সের কোর্স পরিচালক ও বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম।
ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘জেন্ডার ভিত্তিক কোর্স চালুর প্রথমদিকের অবস্থার তুলনায় ও বর্তমান অবস্থা অনেক পরিবর্তিত হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত অর্জন যে সম্ভব নয় তা জাতীয় ও বৈশ্বিক উপলব্ধিতে এসেছে। এটা নারী আন্দোলনের একটা বড় অর্জন। তবে শিক্ষিত অশিক্ষিত সকলের মধ্যে নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি এখনো বজায় আছে।’ এই অবস্থায় পরিবর্তনের জন্য তিনি কোর্সের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোর্স থেকে অর্জিত জ্ঞান যেন একপেশে না হয় বরং সকলে মিলে নারীর সমঅংশীদারিত্ব, সমসুযোগ ও ফলাফল নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।’
স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘এই কোর্সের তাত্ত্বিক ও প্রায়োগিক দিক উভয়ই রয়েছে। কোর্সটির মূল বৈশিষ্ট্য হলো নারী পুরুষের সামাজিক অবস্থানের প্রেক্ষাপটে অর্জিত জ্ঞানকে চ্যালেঞ্জ করা। নারী-পুরুষের সম্পর্কে অসমতা সৃষ্টির কারণ যে পিতৃতান্ত্রিকতা, ধর্ম-সংস্কৃতি ও বিজ্ঞানের অপব্যখ্যার মাধ্যমে নারীকে অবদমন করা, তার মানবাধিকার কিভাবে লংঘিত হয় এগুলি নারীবাদীরা কিভাবে উন্মোচন করেছেন সেসব বিষয় কোর্সের আলোচনায় উপস্থাপিত হবে।’
জেন্ডার,নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক অনলাইন সার্টিফিকেট কোর্সের কোর্স পরিচালক ও যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, ‘নারীর মর্যাদা ও অধিকারের জায়গা বিশ্লেষণ করলে আজ দেখা যায় সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দৃশ্যমান কিন্তু নারীর অংশীদারিত্ব নেই। যা সিডও সনদের মূলকথা। আন্দোলনমুখী কাজের পাশাপাশি জেন্ডার সমতাপূর্ণ মানবসম্পদ গঠনের লক্ষ্যে এই সার্টিফিকেট কোর্স পরিচালনা করছে ২০১১ সাল থেকে। কোর্সের অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের জেন্ডার কে বিভিন্নমুখী দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করার দিকটি উন্নীত হবে।’
উল্লেখ, প্রতি সপ্তাহের বৃহঃস্পতি ও শনিবার (০২ দিন) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্লাশ হবে। সার্টিফিকেট কোর্সে কোর্স শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, টিআইবি, বিশিষ্ট আইনবিদ, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেত্রী এবং বিশিষ্ট গবেষক। এ অনলাইন সার্টিফিকেট কোর্সে বিভিন্ন সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থার কর্মকর্তা, আইনজীবী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। কোর্সটি ৩ মাসে সম্পন্ন হবে এবং মোট ৪৮টি ক্লাস চলবে। মোট ৪২ জন শিক্ষার্থী এবারের অনলাইন সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণ করবেন।
অনলাইন সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ৪২ জন শিক্ষার্থী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,সম্পাদকমন্ডলী ও কর্মকর্তাসহ মোট ৬৫ জন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদ সম্পাদক রীনা আহমেদ।
- হঠাৎ নো মেকআপ লুকে জয়া আহসান!
- হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার
- কেরানীগঞ্জে ভবনে আগুন
- ব্যাচেলর পয়েন্টে যে চরিত্রে দেখা দিলেন স্পর্শিয়া
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে প্রকাশ্য হুমকি
- লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৭ ডিসেম্বর
- এমিনেমের অশালীন প্রস্তাব ফাঁস করলেন টাইটানিকের নায়িকা
- ‘ডাক্তার ও নার্সদের রুমকে ‘পার্টি অফিস’ বানাবেন না’
- পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে সিরিজও হারল বাংলাদেশ
- ফের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করল ইরান
- হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার
- মেট্রোরেল চলাচল শুরু
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- শীতে পিরিয়ডের সময় যে ফলগুলো খাবেন না
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা
- ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয়
- মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
- ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
- আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি: মেডিকেল বোর্ড
- পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড
- ছবি নামিয়ে ফেলায় অপমানিত বোধ করেছি: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- তফসিল ঘোষণা: নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
- ওপেনএআই`র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক
- ৯ দিনের ব্যবধানে বাড়ল সোনার দাম
- গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান
- সচিবালয় থেকে ৪ জনকে নেওয়া হলো পুলিশি হেফাজতে
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা

